২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আরও ৩১

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২১, ১৭:৫৪

সাহস ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ জন নতুন রোগী। চলতি বছরে দেশে এ নিয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৭ হাজার ৮৭০ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছে ২৭ হাজার ৫৫৬ জন।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০১ জনে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানা যায়, বর্তমানে রাজধানীসহ সারাদেশে হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা ২১৩ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৪৫ জন ও বেসরকারি হাসপাতালে ৬৮ জন রোগী ভর্তি রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৩১ জনের মধ্যে ঢাকার সরকারি হাসপাতালে ৯ জন, বেসরকারি হাসপাতালে ১২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত