প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শুরু হবে গণটিকা কার্যক্রম

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৯

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আগামী মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) থেকে আবারো শুরু হতে যাচ্ছে গণটিকা কার্যক্রম। এই ক্যাম্পেইনে একদিনে ৮০ লাখ ডোজ টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ও লাইন ডিরেক্টর ডা. শামসুল হক।

রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তিনি। গণটিকা কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানিয়ে সংবাদ সম্মেলন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, এ মাসেই (সেপ্টেম্বর) আবারও বড় পরিসরে সারাদেশে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন করা হবে। ক্যাম্পেইনের আওতায় এক কোটিরও বেশি মানুষকে টিকা দেওয়া হবে। একইসঙ্গে বর্তমান টিকাদান কর্মসূচিও চলমান থাকবে।

সাহস২৪.কম/জেএস/এসকে.