আগামীকাল আসছে ফাইজারের আরও ২৫ লাখ টিকা

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৪

সাহস ডেস্ক

দেশে আসছে যুক্তরাষ্ট্রের কোভ্যাক্স সুবিধার আওতায় ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাস প্রতিরোধী আরও ২৫ লাখ ডোজ টিকা।

রবিবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান।

তিনি জানান, এই টিকার চালানটি আগামীকাল সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। বিমানবন্দরে উপস্থিতি থেকে এ টিকা গ্রহণ করবেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারসহ অন্যান্যরা।

এর আগে কোভ্যাক্স সুবিধায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় দেশে আসে ১ লাখ ৬২০ ডোজ ফাইজারের টিকা। ২য় দফায় আসে ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ। আগামীকালের চালান চলে আসলে এ নিয়ে ফাইজারের দেশে এসে পৌঁছাবে মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ টিকা।

সাহস২৪.কম/এসটি/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত