যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের ১০ লাখ টিকা আসছে আজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৮

সাহস ডেস্ক

যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের ১০ লাখ ডোজ করোনাভাইসারের টিকা ঢাকায় আসছে আজ বুধবার (১ সেপ্টেম্বর)। কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে টিকাগুলো বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

এ সময় বিমানবন্দরে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।

গত সোমবার (৩০ আগস্ট) ফাইজারের এই ১০ লাখ ডোজ টিকা দেশে আসার কথা ছিলো। তবে বিশেষ কারণে ওইদিন টিকাগুলো আসেনি। ফাইজারের টিকার সেই চালানটি আসছে আজ।

উল্লেখ্য, গত সোমবার (২৩) আগস্ট দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, সেপ্টেম্বরেই যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরও ৬০ লাখ টিকা পাওয়া যাবে। এরই অংশ হিসেবে বুধবার ১০ লাখ ডোজ টিকা দেশে আসছে। বাকি ৫০ লাখ টিকা ক্রমান্বয়ে সেপ্টেম্বরের মধ্যেই দেশে আসবে বলে জানান তিনি।
সাহস২৪.কম/জেএস/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত