রামেকে করোনা ইউনিটে ১৪ জনের প্রাণহানি

প্রকাশ | ৩০ আগস্ট ২০২১, ১১:৩২

অনলাইন ডেস্ক

রাজশাহীতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত, উপসর্গ ও করোনা পরবর্তী জটিলতা নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সাত জন আক্রান্ত, উপসর্গ নিয়ে ছয় জন ও করোনা পরবর্তী জটিলতা নিয়ে একজন। রবিবার সকাল থেকে সোমবার সকালের মধ্যে তারা মারা যান।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের ৫ জন, নওগাঁর একজন, পাবনার একজন এবং মেহেরপুরের একজন রয়েছেন। মৃত ৭ জন পুরুষ ও ৭ জন নারী। 

বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের মধ্যে ৮ জনের বয়স ৬১ বছরের ওপরে এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছে ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছে ২ জন।

হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৯ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৫ জন। সোমবার সকালে করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৬১ জন। এখানকার করোনা ইউনিটে মোট বেডের সংখ্যা ৪১৮টি।

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, রবিবার রাজশাহী জেলার ২৯৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৮২ ভাগ।

সাহস২৪.কম/এমআর