যুক্তরাষ্ট্র থেকে আসছে ১০ লাখ ডোজ ফাইজারের টিকা

প্রকাশ : ২৪ আগস্ট ২০২১, ১৬:১৫

সাহস ডেস্ক

করোনাভাইরাস প্রতিরোধে পর্যাপ্ত টিকা হাতে নেই সরকারের। বন্ধ হয়ে গেছে গণটিকা কার্যক্রম। একই সাথে এই সংকটে স্বাভাবিক টিকা কার্যক্রমও ব্যহত হচ্ছে। টিকা সংকট নিরসন ও দ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিন নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যে বেশ কিছু কার্যক্রম পরিচালনা করেছে সরকার।

সেই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্র থেকে উপহার স্বরূপ ১০ লাখ ডোজ ফাইজারের টিকা আসবে বাংলাদেশে। আগামী ৩০ আগস্ট সন্ধ্যা ৭টায় কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছাবে এই টিকা।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানায়, ৩০ আগস্ট বিমানবন্দরে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন  ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর. মিলার।

গত সোমবার (২৩ আগস্ট) যুক্তরাষ্ট্র থেকে ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা পাওয়া যাওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সেপ্টেম্বরের মধ্যেই এসকল টিকা দেশে চলে আসবে। ৬০ লাখ টিকার অংশ হিসেবেই এই ১০ লাখ ডোজ টিকা আসবে ঢাকায়।

সাহস২৪.কম/জেএস/এসটি.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত