২৪ ঘণ্টায় খুলনা বিভাগে আরও মৃত্যু ৩৪

প্রকাশ | ৩০ জুলাই ২০২১, ১৬:২৯ | আপডেট: ৩০ জুলাই ২০২১, ২১:৪৩

অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৭৯৩ জন।

শুক্রবার (৩০ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর।

সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ আটজন করে মৃত্যু হয়েছে খুলনা ও কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে যশোরে সাতজন, ঝিনাইদহে পাঁচজন, চুয়াডাঙ্গায় দুজন; বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৯ জুলাই) বিভাগে ৪১ জনের মৃত্যু এবং করোনা শনাক্ত হয়েছিল এক হাজার ১৯ জনের।

সংক্রমণের শুরু থেকে শুক্রবার পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯২ হাজার ৩৬১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৩৬৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৭ হাজার ৭৭১ জন।