কোনো মানুষ যেন ভ্যাকসিন থেকে বাদ না থাকে: প্রধানমন্ত্রী

প্রকাশ : ১৮ জুলাই ২০২১, ১৫:১৪

সাহস ডেস্ক

দেশের কোনো মানুষ যেন করোনা ভ্যাকসিন থেকে বাদ না থাকে সরকার সেভাবেই পদক্ষেপ নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবন থেকে রবিবার (১৮ জুলাই) ভিডিও কনফারেন্সে মন্ত্রণালয়/বিভাগসমূহের বার্ষিক কর্ম সম্পাদনা চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে যুক্ত হয়ে পর্যায়ক্রমে সবাইকে করোনার ভ্যাকসিন দিতে সরকারের উদ্যোগের কথা জানিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সরকার ভ্যাকসিন দেওয়া শুরু করেছে। ভ্যাকসিন আসছে। দেশের সবাই যেন ভ্যাকসিনটা নিতে পারে, সে জন্য যত দরকার, সরকার তা কিনে জনগণকে দেওয়া হবে।

প্রধানমন্ত্রী আরো বলেন, কোনো মানুষ যেন করোনার ভ্যাকসিন থেকে বাদ না থাকে, আমরা সেভাবে পদক্ষেপ নিয়েছি। আমরা চাচ্ছি যে আমাদের দেশের মানুষ যেন কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়।

করোনার এ পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাহস২৪.কম/এসটি/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত