বরিশালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, শনাক্ত ৫৭৫

প্রকাশ : ১২ জুলাই ২০২১, ১৫:০৬

সাহস ডেস্ক

বরিশালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এটাই বরিশাল বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এনিয়ে বরিশালে মোট মারা গেছেন ৩৫২ জন। মৃত ২২ জনের মধ্যে করোনায় তিন জন মারা গেছেন। এবং উপসর্গ নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে মারা গেছেন ১৯ জন।

একই সময়ে নতুন করে ২৬৫টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৫৭৫ জন। এনিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৬৮৪ জন। এতে আক্রান্তের হার ৪৫ দশমিক ৪৫ শতাংশ।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী ৩০৭ জন। ১৮৮টি নমুনা পরীক্ষায় ১২১ জন পজিটিভ হয়েছেন। আক্রান্তের হার ৬৪ দশমিক ৩৬ শতাংশ।

হাসপাতালের সহকারী পরিচালক ও করোনা আইসোলেশন ইউনিটের ইনচার্জ ডা. মনিরুজ্জামান শাহীন বলেন, শেষ পর্যায়ে রোগীরা আসছেন, এমনকি তারা টেস্টও করাচ্ছেন না। এর ফলে করোনা আইসোলেশন ওয়ার্ডে মৃত্যুর সংখ্যা বাড়ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত