রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু

প্রকাশ | ০৮ জুলাই ২০২১, ১৪:৪১

অনলাইন ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজেটিভ ছিল ৮ জনের। বাকিদের মধ্যে ৯ জন শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে মারা যান। এছাড়া একজন করোনামুক্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বুধবার (৭ জুলাই) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় এসব রোগীর মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত একদিনে মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ ও ৪ জন নারী। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৮ জন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৪৫৪ বেডের বিপরীতে চিকিৎসাধীন আছেন ৪৮৫ জন। আইউসিইউতে চিকিৎসাধীন ২০ জন।

শামীম ইয়াজদানী আরও জানান, রাজশাহীর ৪২৯ জনের নমুনা পরীক্ষা করে ১১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬৫ শতাংশ বেড়ে শনাক্তের হার ২৬ দশমিক ৫৭ শতাংশ। যা আগের দিন ছিল ২১ দশমিক ৯২ শতাংশ।