করোনা: বিশ্বে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪০ লাখ

প্রকাশ : ০৬ জুলাই ২০২১, ১০:১৩

সাহস ডেস্ক

চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া একটি ক্ষুদ্র ভাইরাস দেখিয়ে দিচ্ছে তার কোন নির্দিষ্ট দেশ নেই, নেই সীমানা প্রাচীর, দেশে-দেশে ছড়িয়ে পড়তে দরকার হয়না ভিসা-পাসপোর্টের। একদেশের সীমান পেরিয়ে ঢুকে যাচ্ছে অন্য দেশে নিত্য নতুন শক্তি নিয়ে। পুরো বিশ্ব এখন কার্যত করোনাভাইরাসের হাতে বন্দি।

বিশ্বজুড়ে যখন এই অবস্থা তখন করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ পরিসংখ্যান বলছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ কোটি ৪৯ লাখ ২২ হাজার ৪১৫ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ লাখ ৪৮০ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ কোটি ৯২ লাখ ৯১ হাজার ৮৬৩ জন।

মঙ্গলবার (৬ জুলাই) সকালে ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৫ লাখ ৯৮ হাজার ৩৬১ জন আর মারা গেছেন ৬ লাখ ২১ হাজার ৩৩৫ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬ লাখ ১৮ হাজার ৯৩৯ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৩ হাজার ৩১০ জনের।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৮৭ লাখ ৯২ হাজার ৫১১ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ২৫ হাজার ২২৯ জনের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত