চুয়াডাঙ্গায় করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৫৩

প্রকাশ | ৩০ জুন ২০২১, ১৩:০৯

অনলাইন ডেস্ক

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৫ জনে। একই সময় নতুন করে শনাক্ত হয়েছে ৫৩ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩১৯ জন। এসময় ১২১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৩ দশমিক ৮০ শতাংশ।

বুধবার (৩০ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গার জেলা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান।

ডা. মারুফ হাসান জানান, নতুন শনাক্ত ৫৩ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার বাসিন্দা ১৩ জন, দামুড়হুদার ১০ জন, আলমডাঙ্গার সাত জন ও ২৩ জন জীবননগর উপজেলার বাসিন্দা। আজ সকাল পর্যন্ত চুয়াডাঙ্গায় মোট শনাক্ত রোগীর সংখ্যা তিন হাজার ৩১৯ জন। এদের মধ্যে হোম আইসোলেশনে আছেন ৯৭৩ জন এবং জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে আইসোলেশনে আছেন ৭০ জন। মোট সুস্থ হয়েছেন দুই হাজার ১৭৩ জন। বর্তমানে সক্রিয় রোগী এক হাজার ৪৩ জন।