রাজশাহী মেডিকেলে করোনায় মৃত্যু ২৫

প্রকাশ : ২৯ জুন ২০২১, ১১:২১

সাহস ডেস্ক

বিশ্ব চলমান মৃত্যু আতংক থেকে পিছিয়ে নেই বাংলাদেশও। দেশে প্রতিনিয়ত আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে। দেশের প্রায় প্রতিটি এলাকাতেই কান্নার রোল উঠছে। এরই মধ্যে গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৫ জন। 

মঙ্গলবার (২৯ জুন) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানাগেছে, মৃতদেরমধ্যে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নাটোর ৫ জন, নওগাঁর ২ জন এবং চুয়াডাঙ্গা ১ জন মারা গেছেন। এনিয়ে করোনার উপসর্গ নিয়ে ২৯ দিনে মোট ৩৪৫ জনের মৃত্যু হলো।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ৪৫৫ জনের আর করোনা শনাক্ত হয়েছে ১৬৮ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৬.৯২%। এছাড়াও রামেকে দফায় দফায় ওয়ার্ড ও শয্যা সংখ্যা বাড়ানোর পরেও উপচে পড়ছে রোগীর সংখ্যা। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয়েছেন ৭০ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত