রামেক করোনা ইউনিটে ২০ দিনে ২০০ জনের মৃত্যু

প্রকাশ | ২০ জুন ২০২১, ১৪:৪৮ | আপডেট: ২০ জুন ২০২১, ১৭:৪৭

অনলাইন ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে প্রতিদিনই গড়ে ১০ জনের মৃত্যু হচ্ছে। এতে করে রামেক হাসপাতালের করোনা ইউনিটে গত ২০ দিনে ২০৩ রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ১০ জনের। এর মধ্যে ১ জন করোনা পজিটিভ ছিলেন। অন্য ৯ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (১৯ জুন) সকাল ৮টা থেকে রবিবার (২০ জুন) সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় যেসব রোগী মারা গেছেন। তাদের মধ্যে রাজশাহীর ৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন ও নওগাঁর ১ জন। এ নিয়ে এ মাসের গত ২০ দিনে করোনা ইউনিটে মারা গেলেন ২০৩ জন। এর মধ্যে শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০৬। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ জন। এর মধ্যে রাজশাহীর ৩৫ জন, চাঁপাইনবাবগঞ্জ  জেলার ৯, নাটোরের ৩, নওগাঁর ৬ ও পাবনার ১ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৮। রবিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটের ৩০৯ বেডের বিপরীতে ভর্তি আছেন ৩৭৭ জন। আগের দিন ভর্তি ছিলেন ৩৬৫ জন।