খুলনায় বিভাগে করোনায় আক্রান্ত ঢাকা বিভাগের চেয়েও বেশি

প্রকাশ : ১৯ জুন ২০২১, ০২:১৬

সাহস ডেস্ক

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৩ জন। যা  গত ২৪ ঘণ্টার হিসেবে ঢাকা বিভাগের চেয়েও বেশি। এ নিয়ে বিভাগের ১০ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৬৪৪ জনে। এর মধ্যে ৩৩ হাজার ৯৩৪ জন সুস্থ হয়েছেন। ৭৭৫ জন জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ জুন) সকালের স্বাস্থ্য বিভাগের রিপোর্ট অনুয়ায়ী বিভাগে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৮ হাজার ৯৩৪ জন। এ হিসেবে বেড প্রতি রোগীর সংখ্যা ৬.২১ জন।

খুলনা বিভাগের ১০ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বেড রয়েছে ১৪৩৭টি। এর মধ্যে জেলা সদরে আছে ৯৩৮টি। আর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আছে ৫০০টি। তবে বিভাগের অন্য জেলার তুলনায় খুলনা এবং কুষ্টিয়ায় রোগীর চাপ সবচেয়ে বেশি। অন্য জেলার বেশিরভাগ রোগীই চিকিৎসা নিতে খুলনা চলে আসছেন।

বর্তমানে একটি শয্যার বিপরীতে বিভাগে রোগী রয়েছে ৬.২১ জন। অর্থাৎ শয্যার তুলনায় রোগীর সংখ্যা ৬ গুণ বেশি। যদিও এসব রোগীর বেশিরভাগই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। তবু হাসপাতালের ওপর চাপ ক্রমেই বাড়ছে। কারণ বিভাগে প্রতিদিনই আক্রান্তের নতুন রেকর্ড হচ্ছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দফতর সূত্রে জানা গেছে, বর্তমান সক্রিয় রোগীর মধ্যে খুলনায় ২৩৫২, বাগেরহাটে ৭৫০, সাতক্ষীরায় ৮৬৮, যশোরে ২৪০২, নড়াইলে ৩৩৩, মাগুরায় ১৩১, ঝিনাইদহে ৩৬৩, কুষ্টিয়ায় ৯৬৫, চুয়াডাঙ্গায় ৪৫০ ও মেহেরপুরে ৩২১ রয়েছেন। এর মধ্যে জেলা সদরের হাসপাতালগুলোর ৯৩৭টি শয্যার ৪৭৫ টিতে রোগী ভর্তি রয়েছেন। বাকি ৪৬২টি শয্যা খালি পড়ে আছে। আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর ৫০০ শয্যায় রোগীর তেমন চাপ নেই।

জেলা সদরের হাসপাতালগুলোর মধ্যে খুলনার ১৩০ শয্যায় ১৬৮, বাগেরহাটের ২০ শয্যায় ২০, চুয়াডাঙ্গার ১৫০ শয্যায় ৪০, যশোরের ১১১ শয্যায় ৫১, ঝিনাইদহের ৫০ শয্যায় ২১, কুষ্টিয়ার ৭০ শয্যায় ১০২, মাগুরার ৫০ শয্যায় ৭, মেহেরপুরের ৫২ শয্যায় ২৪, নড়াইলের ১২০ শয্যায় ২১, সাতক্ষীরার ১৮৪ শয্যায় ২১ জন রোগী ভর্তি আছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত