রামেকের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু

প্রকাশ | ১১ জুন ২০২১, ১৪:৪২ | আপডেট: ১১ জুন ২০২১, ১৫:১৫

অনলাইন ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। মৃত ১৫ জনের মধ্যে সাতজনের করোনা পজিটিভ ছিল। আর আটজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন বলে জানিয়েছেন রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (১১ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। 

ডা. সাইফুল ফেরদৌস জানান, শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট ২৯৭ জন রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন আরও ৪৩ জন। গত ১১দিনে (১ জুন থেকে ১১ জুন সকাল পর্যন্ত) হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১০৮ জন। এর মধ্যে ৬৩ জনই মারা গেছেন করোনা শনাক্ত হওয়ার পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান।

এর আগে বুধবার (৯ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু হয়েছিল। তাদের মধ্যে রাজশাহীর ৯ ও চাঁপাইনবাবগঞ্জের তিনজন।