করোনাভাইরাস: সংক্রমণ রোধে মাঠে নেমেছে নওগাঁ জেলা পুলিশ

প্রকাশ | ১৪ এপ্রিল ২০২১, ১৫:৩০

অনলাইন ডেস্ক

নওগাঁ প্রধান প্রধান সড়কগুলোতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। জরুরি কোনো কাজ ছাড়া তেমন কাউকে ঘর থেকে বের হতে দেখা যাচ্ছেনা। বিশেষ কাজে ঘর থেকে যারা বের হয়েছে তাদের মাস্ক ব্যবহার বাধ্যতা মূলক। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে।

ঔষধের দোকান শিশু খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের দোকান ছাড়া বাকি সব বন্ধ করে দেয়া হয়েছে। করোনা সচেতনতার লক্ষে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কাজ করে যাচ্ছে নওগাঁ জেলা পুলিশের সকল র্টিম। সকল মানুষকে নিজে পরিবার ও দেশ শুরক্ষা নিশ্চিতে সকলকে ঘরে থাকার পরামর্শ দিয়েযাচ্ছেন।

এবিষয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া (বিপিএম) বলেন দায়িত্বশীল প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সংক্রমণ রোধে এগিয়ে আসতে হবে। ঝুঁকি এড়াতে সমাজে সচেতনতা-সতর্কতার বিকল্প নেই।সরকারের দিক র্নিদেশনা বাস্তবতায়নে মাঠে কাজ করছেন নওগাঁ জেলা পুলিশের সকল র্টিম।