টিকা নিয়েছেন ৫৪ লক্ষাধিক মানুষ

প্রকাশ : ০২ এপ্রিল ২০২১, ০৩:০১

সাহস ডেস্ক

দেশে এ পর্যন্ত ৫৪ লাখ ১২ হাজার ৭৯১ জন মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। এরমধ্যে ৩৩ লাখ ৬৩ হাজার ৫৯৪ জন পুরুষ এবং ২০ লাখ ৪৯ হাজার ১৯৭ জন নারী রয়েছেন। আর ৬৮ লাখ ৩৮ হাজার ৮১৫ মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ৪২ হাজার ৩৬০ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ২৪ হাজার ২৯৬ এবং নারী ১৮ হাজার ৬৪ জন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১৬ লাখ ৭২ হাজার ৭৪৯ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৮ লাখ ৪৭ হাজার ৭৭১, ময়মনসিংহ বিভাগে ২ লাখ ৬৩ হাজার ৭০৭, চট্টগ্রাম বিভাগে ১০ লাখ ৮৯ হাজার ৬৮৫, রাজশাহী বিভাগে ৬ লাখ ১৮ হাজার ২৫৪, রংপুর বিভাগে ৫ লাখ ৫৪ হাজার ৩৪৫, খুলনা বিভাগে ৬ লাখ ৯৭ হাজার ৫১৭, বরিশাল বিভাগে ২ লাখ ৩৬ হাজার ২৬৬ এবং সিলেট বিভাগে ২ লাখ ৮০ হাজার ২৬৮ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা নেয়ার ৬০দিন পর দ্বিতীয় ডোজ দেয়া হবে। টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত