করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে

প্রকাশ : ১৪ মার্চ ২০২১, ১৭:৪৮

সাহস ডেস্ক

দুই মাসের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্তের হার উচ্চতায়। এ সময় করোনায় শনাক্ত হয়েছেন এক হাজার ১৫৯ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার বেড়ে ৭ দশমিক ১৫ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫৭ হাজার ৩৯৫ জন। গত বছরের ৩০ ডিসেম্বর ১ হাজার ২৩৫ শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য-উপাত বিশ্লেষণ করে এমন তথ্য উঠে এসেছে।

সোমবার (১৪ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৯ দিনের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়েছে। এসময় করোনায় আক্রান্ত হয়ে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ছিল ১২ জন, তার আগের দিন ১৩ জন, তার আগের দিন ১১ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৫৪৫ জন।

দেশে গত বছরের ৮ মার্চ করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে। ওই বছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত রোগী ছিল। আর ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যু হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু ছিল।

এ পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৫৭ হাজার ৩৯৫ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৫৪৫ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১১ হাজার ৬৯৫ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত