টিকা নিয়েছেন ১৮ লাখ ৪৮ হাজার মানুষ

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ০২:৪৬

সাহস ডেস্ক

গত ১১ দিনে দেশে করোনাভাইরাসের টিকা নিয়েছেন ১৮ লাখ ৪৮ হাজার ৩১৩ জন মানুষ। তাদের মধ্যে পুরুষ ১২ লাখ ৩৩ হাজার ৬৫৫ জন আর নারী ছয় লাখ ১৪ হাজার ৬৫৮ জন। এরমধ্যে ৫৩৭ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিকা নিয়েছেন দুই লাখ ৬১ হাজার ৯৪৫ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৬৪ হাজার ৯৩৬ জন আর নারী ৯৭ হাজার নয় জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশে টিকা নেওয়া ১৮ লাখ ৪৮ হাজার ৩১৩ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৭৩ হাজার ৫১৪ জন, ময়মনসিংহ বিভাগের ১১ হাজার ৯০১ জন, চট্টগ্রাম বিভাগের ৫৪ হাজার ৭৮৮ জন, রাজশাহী বিভাগের ৩২ হাজার ২২৪ জন, রংপুর বিভাগের ২৫ হাজার ৫৭৯ জন, খুলনা বিভাগের ৩৪ হাজার ১৯৫ জন, বরিশাল বিভাগের ১৪ হাজার ৪৪৪ জন আর সিলেট বিভাগের ১৫ হাজার ৩০০ জন।

আজ ঢাকা মহানগরে টিকা নিয়েছেন ৩২ হাজার ৪১২ জন। এ নিয়ে ঢাকা মহানগরে এ পর্যন্ত দুই লাখ ৪৫ হাজার ৮২৮ জন টিকা নিলেন। ঢাকার ৪৬টি হাসপাতাল ও টিকাদানকেন্দ্রে ২১ হাজার ১৩১ জন পুরুষ ও ১১ হাজার ২৮১ জন নারী টিকা নিয়েছেন। এর মধ্যে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সর্বোচ্চ দুই হাজার ৮৭০ জন এবং মিরপুরের মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রতিষ্ঠানে সর্বনিম্ন ৮৭ জন টিকা নিয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে, ঢাকায় ৭৩ হাজার ৫১৪ জন, ময়মনসিংহে ১১ হাজার ৯০১ জন, চট্টগ্রামে ৫৪ হাজার ৭৮৮ জন, রাজশাহীতে ৩২ হাজার ২২৪ জন, রংপুরে ২৫ হাজার ৫৭৯ জন, খুলনায় ৩৪ হাজার ১৯৫ জন, বরিশালে ১৪ হাজার ৪৪৪ জন এবং সিলেটে মোট ১৫ হাজার ৩০০ জন টিকা নিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত