দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২৭, আক্রান্ত ১৪৪২

প্রকাশ | ০৫ অক্টোবর ২০২০, ১৮:৩০ | আপডেট: ০৫ অক্টোবর ২০২০, ১৯:৪৯

অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭৫ জন। একই সময়ে এই মহামারিতে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৪২ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭০ হাজার ১৩২ জন।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫২৬ জন এবং মোট সুস্থ ২ লাখ ৮৩ হাজার ১৮২ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৭৬৭টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৪৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত ৩ লাখ ৭০ হাজার ১৩২। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ২৫ শতাংশ।

এই সময়ে দেশে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৫ হাজার ৩৭৫ জন কোভিড রোগীর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫২৬ জন এবং মোট সুস্থ ২ লাখ ৮৩ হাজার ১৮২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৬ দশমিক ৫১ শতাংশ ও মৃত্যু হার ১ দশমিক ৪৫ শতাংশ।