দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪১, আক্রান্ত ১৮৯২

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৭

সাহস ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৪ জনের। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৯২ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩২ হাজার ৯৭০ জনে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা বেড়েছে। তবে শনাক্তের হার আগের দিনের চেয়ে কমেছে। ১২ দশমিক ১৬ শতাংশ হারে করোনা শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। এর আগের দিন শনাক্তের হার ছিল ১২ দশমিক ৩৮ শতাংশ।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩১ জন পুরুষ ও ১০ জন নারী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ ২ হাজার ৭৪৬ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ ২ লাখ ৩৩ হাজার ৫৫০ জন।

বিজ্ঞপ্তির তথ্যমতে, দেশে ৯৪টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৫৯টি নমুনা। এর আগের দিন ১৪ হাজার ৭৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৯০ হাজার ১১টি নমুনা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত