বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে

প্রকাশ : ১৫ মে ২০২০, ১২:৪১

সাহস ডেস্ক

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়ানো প্রাণঘাতী করোনাভাইরাস আজ ছড়িয়েছে সারা বিশ্বে। আর এই বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেছে। এসব প্রাণহানির অধিকাংশ ঘটেছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে।

গ্রীনিচ মান সময় বৃহস্পতিবার (১৪ মে) ২০৩০ টায় বিশ্বে বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি একথা জানায়।

বিশ্বের বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ শুরুর প্রথম থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে মোট ৩ লাখ ৩ হাজার ৪৩৮ জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৫ লাখ ২৭ হাজার ৮১১ জনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮৭ হাজার জনে দাঁড়িয়েছে। এরপরের অবস্থানে থাকা ব্রিটেনে মৃতের সংখ্যা ৩৩ হাজার ৬১৪ জনে, ইতালিতে ৩১ হাজার ৩৬৮ জনে, ফ্রান্সে ২৭ হাজার ৪২৫ জনে এবং স্পেনে ২৭ হাজার ৩২১ জনে দাঁড়িয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত