সিলেটে বন্যা: জানমালের নিরাপত্তায় পিডিবির সতর্কবার্তা

প্রকাশ : ১৭ জুন ২০২২, ১৯:৩৩

সাহস ডেস্ক

 

সিলেটে বন্যা কবলিত এলাকায় জানমালের নিরাপত্তার বিষয়ে গ্রাহকদের সতর্ক করেছে জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

বৃহস্পতিবার (১৬ জুন) পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন জানান, আকস্মিক বন্যায় সোবহানীঘাট, মেন্দিবাগ, মুরাদপুর ও আশপাশের এলাকা প্লাবিত হয়েছে। বিদ্যুৎ গ্রাহকদের জানমালের নিরাপত্তার জন্য বন্যার পানিতে বৈদ্যুতিক তার, খুঁটি বা সরঞ্জামাদি পড়ে থাকলে স্পর্শ না করতে সতর্ক করা হয়েছে। এছাড়া  ০১৬২৫০৩৮৭৮৪ ও ০২৯৯৬৬৩৩১৭৩ নম্বরে ফোন করে পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ-২ কে জানানোর জন্য অনুরোধ করেছেন তিনি। বন্যার সময় যেকোনো দুর্ঘটনা এড়াতে সকলের দায়িত্বশীল ভূমিকা রাখা খুবই গুরুত্বপূর্ণ বলেও যোগ করেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত