বাড়ির ছাদ থেকে অজগর উদ্ধার

প্রকাশ | ১৬ আগস্ট ২০২১, ১৯:০২ | আপডেট: ১৬ আগস্ট ২০২১, ১৯:২৩

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারীতে একটি টিনশেড বাড়ির ছাদ থেকে ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাটহাজারী বন বিভাগ।  ১৫ আগষ্ট (রবিবার) বিকেলে বন বিভাগের কর্মীরা উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের উত্তর ফতেয়াবাদ গ্রাম থেকে অজগরটি উদ্ধার করেন। 

বন বিভাগের কর্মকর্তারা জানান, ১৫ আগষ্ট (রবিবার) বেলা সাড়ে তিনটার দিকে মাদ্রাসা শিক্ষক মুহাম্মদ খালিদের বাড়ির ছাদে ওই বাড়ির লোকজন অজগরটি দেখতে পান। খবর পেয়ে চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাটহাজারী অঞ্চলের কর্মকর্তারা অজগরটি উদ্ধার করে নিয়ে যান। পরে উপজেলা বন বিভাগ কর্তৃপক্ষ এটি বনে অবমুক্ত করে।

হাটহাজারী বন চেকপোস্টের স্টেশন কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী গণমাধ্যমকে জানান, সাপটির দৈর্ঘ্য ১২ ফুট এবং ওজন ১১ কেজি। গহিন বন অজগরের জন্য উপযুক্ত পরিবেশ এবং এখানে তাদের জন্য খাদ্য আছে। তাই সে রকম একটি বনে সাপটিকে অবমুক্ত করা হয়েছে।

সাহস২৪.কম/এবি.