পদ্মার তীরবর্তী খাল থেকে বিলুপ্ত স্বাদু পানির কুমির উদ্ধার

প্রকাশ : ০৯ আগস্ট ২০২১, ২২:৪০

সাহস ডেস্ক

ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের পদ্মার তীরবর্তী সালাম খাঁর ডাঙ্গীতে খাল থেকে বাংলাদেশে স্বাদুপানির বিলুপ্ত প্রজাতির একটি কুমির পাওয়া গেছে। সোমবার (০৯ আগস্ট) দুপুরের দিকে স্থানীয় জেলেরা জাল দিয়ে কুমিরটিকে ধরে। পরে খবর পেয়ে সদর উপজেলা বন বিভাগের কর্মকর্তারা কুমিরটিকে উদ্ধার করে।

কুমির উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান মোস্তাক বলেন, সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের পদ্মার তীরবর্তী ৩৮ নম্বর দাগ এলাকার সালাম খাঁর ডাঙ্গীতে গত ২৫ জুলাই কুমিরটিকে দেখতে পান কয়েকজন জেলে। আজ ১৫ দিন পর কুমিরটি ধরে ফেলে স্থানীয় জেলেরা। পরে গ্রামবাসীর সহায়তায় কুমিরটিকে দড়ি দিয়ে বেঁধে বন বিভাগের কর্মকর্তাদের জানালে তারা কুমিরটি উদ্ধার করে নিয়ে যায়।

পরিবেশ বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ইসাবেলা ফাউন্ডেশনের বন্যপ্রাণি গবেষণা বিভাগের গবেষক সাবিত হাসান সাহস২৪.কমকে জানান, ‘উদ্ধারকৃত কুমিরটি স্বাদুপানির কুমির বা মিঠা পানির কুমির। এটি ক্রোকডাইলুস গণের মাংসাশী শিকারি প্রজাতি। এটি বাংলাদেশে বিলুপ্ত প্রজাতি।’ 

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা সাহস২৪.কমকে জানান, গত ২৫ জুলাই নর্থ চ্যানেল ইউনিয়নের পদ্মার তীরবর্তী সালাম খাঁর ডাঙ্গীতে স্থানীয়রা এই কুমিরটি দেখতে পান। আজ কুমিরটিকে স্থানীয় জেলেরা জাল দিয়ে ধরে ফেলে। পরে স্থানীয় বন বিভাগের সহায়তায় কুমিরটিকে উদ্ধার করে খুলনা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

সাহস২৪.কম/এসবি/এসএ.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত