সারা দেশে অতি ভারী বর্ষণের পূর্বাভাস

প্রকাশ : ১৯ জুন ২০২১, ১৭:৫৩

সাহস ডেস্ক

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে।

শনিবার (১৯ জুন) অধিদপ্তরের সকালের পূর্বাভাসে জানানো হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চাল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর কটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। সকল সমুদ্র বন্দর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক নামিয়ে নিতে বলা হয়েছে। তবে সামুদ্রিক বন্দরগুলোকে আপাতত তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত নামিয়ে নিতে বলা হয়েছে।

এদিকে, সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঢাকা শহরে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত