বাবুই পাখির ছানা হত্যা, তিন কৃষককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

প্রকাশ : ১২ এপ্রিল ২০২১, ১৭:৫৭

মোঃ জিয়াউল ইসলাম রিমন
আলোকচিত্র :মোঃ জিয়াউল ইসলাম রিমন
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামে বাবুই পাখির বাসা ভাঙা ও ছানা নিধনের অপরাধে ভ্রাম্যমান আদালত তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছেন।
 
সোমবার (১২ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পিরোজপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক কুমার চাকমা।
 
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট অশোক কুমার চাকমা বলেন, শনিবার (১০ এপ্রিল) বিকালে বিভিন্ন সময় বাবুই পাখির বাসা ভাঙা ও ছানা হত্যার অপরাধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে দক্ষিণ ভবানীপুর গ্রামের কৃষক লুৎফর রহমানকে ১৫ দিন, সুনীল বেপারীকে ৭ দিন ও সুনীল মিস্ত্রীকে ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
 
ওসি হুমায়ুন কবির জানান, বন্য প্রাণী সংরক্ষণ আইনে তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি বলেন, বাসাগুলোতে অনেক পাখির ছানা ও ডিম ছিল। রাস্তা, ডোবা, খাল ও ঝোপে ঝাড়ের এসব ছানা ও ডিম ফেলে দিয়েছেন তারা।
 
 
এর আগে গত শনিবার (১০ এপ্রিল) জমির ধান খেয়ে ফেলতে পারে আশঙ্কায় কৃষক লুৎফর রহমান তার তিন ভাই জমির পাশে থাকা দুটি তাল গাছের ‘শতাধিক’বাবুই পাখির বাসা ভেঙে ফেলেন। বাসাগুলোতে থাকা  পাখির ছানা ও ডিম রাস্তা, ডোবা, খাল ও ঝোপে ঝাড়ের ফেলে দেয় তারা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত