জাবির সংরক্ষিত অভয়ারণ্যে আগুন, ১৫ একর বন পুড়ে ছাই

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২১, ১৩:৪১

সাহস ডেস্ক
আলোকচিত্র : আবু নাঈম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত বন অঞ্চলে ভয়াবহ আগুনে প্রায় ১৫ এক বন পুড়ে গেছে। কীভাবে এই আগুনের সূত্রপাত তা নির্ণয় করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
 
বুধবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের পেছনের বন থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায়। যা পরবর্তী সময়ে ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের সংরক্ষিত সবুজ অঞ্চলে।
 
আড়াই ঘণ্টা চেষ্টার পর বিকেল ২টায় নিয়ন্ত্রণে আসে আগুন। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসসহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। তবে এরমধ্যেই আগুনে পুড়ে যায় ১৫ একরের বেশি জায়গার গাছপালা ও লতাগুল্ম।
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আমরা দুপুর ১টায় ঘটনাস্থলে উপস্থিত হই। আগুনের ভয়াবহতা পর্যবেক্ষণ করে ফায়ার সার্ভিসকে ফোন দেই। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’
 
সাভার ফায়ার ব্রিগেডের স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, ‘বিশ্ববিদ্যালয়ের বনে আগুন খবর আমাদের অবহিত করা হয়। আমাদের দুইটা ইউনিট ত্রিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’
 
 
বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে প্রায় সময় এমন আগুনের ঘটনা ঘটে। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। আমরা দেখেছি বিগত বছরগুলোতে শীত শেষে এই ধরনের আগুনের সূত্রপাত হয়।’
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত