মহাবিপন্ন শকুন রক্ষায় নিষিদ্ধ হচ্ছে “কিটোপ্রোফেন”

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৯

সাহস ডেস্ক

মহাবিপন্ন শকুন রক্ষায় নিষিদ্ধ হচ্ছে গবাদীপশুর ব্যথানাশক ওষুধ কিটোপ্রোফেন। এ ওষুধের উৎপাদন বন্ধে সায় দিয়েছে সরকার।

৮ ফেব্রুয়ারি (সোমবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের এ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন, ‘আমাদের দেশে খুবই ডেন্জারাসলি শকুনের সংখ্যা কমে গেছে। সত্তরের দিকে দেশে ৫০ হাজারের মত শকুন ছিল, এখন তাদের (মন্ত্রণালয়) হিসেবে মাত্র ২৬০টি আছে। তাও ক্রিটিক্যালি অবস্থায় আছে। এটার অন্যতম কারণ হলো কিটোপ্রোফেন। এই ওষুধটা শকুনের মধ্যে গেলে মারা যায়।’

আনোয়ারুল আরো বলেন, :“ফার্মাসিটিক্যালস, ড্রাগ কোম্পানি ও বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ-আলোচনা করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রিসভায় এ প্রস্তাব আনে। সেখানে বলা হয়, কিটোপ্রোফেন বন্ধ না হলে শকুন এদেশে বাঁচবে না।”

কিটোপ্রোফেন জাতীয় ওষুধ বন্ধ করে পরিবেশ ও বন মন্ত্রণালয় এর বিকল্প হিসেবে মেলোক্সিক্যাম (Meloxicam) নামে একটি ওষধ ব্যবহারের পরামর্শ দিয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ‘এটা ব্যবহার করলে শকুন বা অন্যান্য পাখির ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, মন্ত্রিসভা এটাও অনুমোদন করেছে। ঔষুধটি বাজারে পাওয়া যাচ্ছে।’

তথ্যসূত্র:bhorerkagoj

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত