সর্বনিম্ন তাপমাত্রা আজ পঞ্চগড়ে

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১৯, ১০:৪৯

সাহস ডেস্ক

উত্তরের জেলা পঞ্চগড়ে বেশ কয়েকদিন ধরেই দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। সেইসঙ্গে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত থাকছে শীতের তীব্রতা।

আজ রবিবার (২৭ ডিসেম্বর) তা নেমে আসে চারের ঘরে। এর আগে শনিবার (২৮ ডিসেম্বর) উত্তরের এই জনপদে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এটিই এই শীতের সর্বনিম্ন তাপমাত্রা।

তবে আজ সকাল ৭টায় সূর্যের দেখা মিলেছে। দীর্ঘদিন পর সূর্যের ঝলমলে রোদে স্বস্তি ফিরেছে জনমনে। গত কয়েকদিনে সূর্যের আলো দেখা গেলেও তাতে তেমন উত্তাপ ছিল না। বিকেল গড়াতেই সূর্যের আলো মিলিয়ে যায়। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অসম্ভব ঠাণ্ডা অনুভূত হয়। এ সময় উত্তর থেকে বয়ে আসে ঠাণ্ডা বাতাস। এই সময় তাপমাত্রা শূন্যের দিকে নেমে আসে।

এদিকে প্রতিদিন শীতজনিত শতাধিক রোগী বহির্বিভাগ থেকে চিকিৎসা নিচ্ছেন। গুরুতর অসুস্থরাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৪০ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত