শৈত্যপ্রবাহ আরও ৩ দিন থাকতে পারে

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১৯, ১৩:৪৯

সাহস ডেস্ক

রাজধানী ঢাকাসহ দেশব্যাপী শৈত্যপ্রবাহ দেখা দিয়েছে। কোথাও কোথাও তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুই থেকে তিনদিন এই অবস্থা বিরাজ করবে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান দৈনিক অধিকারকে বলেন, বুধবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় সূর্যের দেখা মেলেনি। তবে দুপুর দুইটার পর কিছু কিছু স্থানে সূর্য দেখা যেতে পারে। এছাড়া রাজধানীসহ বিভিন্ন জেলায় ঘন কুয়াশা থাকবে।

তিনি আরও বলেন, সকালে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে ১০ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই থেকে তিন দিন তাপমাত্রা এ অবস্থায় থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত