ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’

প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৯, ১১:১১

সাহস ডেস্ক

কলকাতা থেকে প্রায় ৯৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরীয় গভীর নিম্নচাপ এই ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

আগামী ২৪ ঘন্টায় তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এর অভিমুখ হবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে।

‘বুলবুল’–এ পরিণত হওয়ার আগে মাঝ সাগরে নিম্নচাপ বাড়ছে। আজ বৃহস্পতিবার (৭ সভেম্বর) সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, নিম্নচাপের প্রভাবে শনি ও রবিবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূলের ৪ জেলা দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এ কারণে মৎস্যজীবীদের বৃহস্পতিবারের মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে।

এদিকে আরব সাগরে দানা বাঁধা ঘূর্ণিঝড় '‌মহা' আছড়ে পড়ার আগে শক্তিক্ষয় করে পরিণত হতে পারে গভীর নিম্নচাপে।

আবহাওয়াবিদরা বলছেন, যত বেশি সময় এটি সাগরের ওপর থাকবে ততই বাড়বে শক্তি। শুক্রবার থেকেই পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূল উত্তাল হয়ে উঠবে।

সূত্র : জি-নিউজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত