ঘূর্ণিঝড় ‘ফণী’র ভয়ে ভারতে ট্রেন চলাচল বন্ধ

প্রকাশ : ০২ মে ২০১৯, ১৩:১৯

সাহস ডেস্ক

ঘূর্ণিঝড় ফণী আঘাত হানার আশঙ্কায় ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চল রেলওয়ে ৪৩ টির বেশি ট্রেনের যাত্রা বাতিল করেছে। আগামী শুক্র ও শনিবার এসব ট্রেন চলাচল বন্ধ থাকবে।

আবহাওয়া বিভাগের পূর্বাভাস বলছে, শুক্রবার ওডিশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় ভারী থেকে খুব ভারী বৃষ্টি হতে পারে।

দক্ষিণ পূর্বাঞ্চল রেলওয়ে ভারতের দক্ষিণাঞ্চল ও পুরির মধ্যে চলাচলকারী ১৭টি ট্রেনের যাত্রা বাতিল করেছে। দক্ষিণ ভারতের ২৬টি ট্রেনের যাত্রা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। যাত্রীদের নিরাপদে রাখতে এসব পদক্ষেপ নেয়া হয়েছে।

ঘূর্ণিঝড়ের কবলে পড়ার আশঙ্কায় থাকা দুই রাজ্য ওডিশা ও পশ্চিমবঙ্গে ত্রাণবাহী গাড়ি ও ট্রেন প্রস্তুত রাখা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষে এবং দুর্যোগ ব্যবস্থাপনা দলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে দক্ষিণ-পূর্বাঞ্চল রেলওয়ে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত