নগরবাউল জেমসের জন্মদিন আজ
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ১২:৫৭


কিংবদন্তি গায়ক জেমস। তার পুরো নাম ফারুক মাহফুজ আনাম। ভক্তদের কাছে ‘গুরু’ হিসেবে পরিচিত। আজ (২ অক্টোবর) ৫৮ বছর পূর্ণ করে ৫৯-তে পা রাখতে চলেছেন দেশের কালজয়ী এই রকস্টার।
কেমন আছেন দেশের রক লিজেন্ড জেমস– জানতে চাইলে বলেন, ‘আমি ভালো আছি।’
আজ খ্যাতিমান এই কণ্ঠশিল্পীর জন্মদিন। প্রতি বছরই দিনটি জেমসের শুরু হয় ভক্তদের শুভেচ্ছা, ভালোবাসা এবং উপহার পাওয়ার মধ্য দিয়ে। বরাবরের মতো এবারের জন্মদিনেও নিজ থেকে কোনো আয়োজন করছেন না জেমস।
তিনি বলেন, বরাবরের মতো এবারও জন্মদিনে কোনো আয়োজন করছি না। তারপরও সবার ভালোবাসা আর শুভেচ্ছায় দিনটি কাটে।