অতনু আদিত্যের নির্দেশনায় বিজ্ঞাপনে সাবেরী ও সেলিম
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩, ০০:৪৮
নির্মাতা অতনু আদিত্যের পরিচালনায় বিজ্ঞাপনে জুটি বাধলেন শহীদুজ্জামান সেলিম ও সাবেরী আলম। ৭ জানুয়ারি রাজধানী ঢাকার নাইন এন্ড হাফ স্টুডিওতে দৃশ্যধারণ করা হয় ন্যাশনাল পলিমার কোম্পানির এরিস্ট্রোকেট ডোরের এই বিজ্ঞাপনের। নাইনটি মিনিটস ফিল্ম প্রডাকশন হাউজের তত্বাবধানে বিজ্ঞাপনে নির্দেশনা করেছেন অতনু আদিত্য।
সম্প্রতি সময়ে বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন অতনু, যার মধ্যে টেলিটক সহ অন্যান্য বিজ্ঞাপনে ভিন্নধারার কনসেপ্ট ও নির্মাণশৈলী নিয়ে আলোচনায় এসেছেন। বরাবরের মত এবারো একটি ভিন্নধর্মী গল্প নিয়ে তিনি বিজ্ঞাপন নির্মাণ করেন। আর এতে শহীদুজ্জামান সেলিম ও সাবেরী আলম স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেন।