নাফিস অভিনীত ‘ওরা ৭ জন’ আসছে ৩০ ডিসেম্বর

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২২, ২১:০৯

বিনোদন ডেস্ক
অভিনেতা নাফিস আহমেদ | ছবি: মোহাম্মদ আরিফুজ্জামান

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তি পাচ্ছে নাফিস আহমেদ অভিনীত ‘ওরা ৭ জন’। মুক্তিযুদ্ধনির্ভর সিনেমা ‘ওরা ৭ জন’ নির্মাণ করেছেন খিজির হায়াত খান। এছাড়া ছয়টি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ, শাহরিয়ার ফেরদৌস সজীব, সাইফ খান, খালিদ মাহবুব তূর্য ও নির্মাতা খিজির হায়াত খান। সিনেমাতে অভিনেত্রী জাকিয়া বারী মমকে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।

সিনেমাটি ইতোমধ্যে বাংলাদেশ ফিল্ম সেন্সরবোর্ড থেকে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। আগামী ৩০ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে।

‘ওরা ৭ জন’ প্রসঙ্গে নাফিস আহমেদ সাহস২৪.কমকে বলেন, মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’ এর কাজ সম্পন্ন হয়েছে গত ডিসেম্বরে। সিলেটের জৈন্তাপুরে এ সিনেমার শুটিং হয়েছে। টানা টানা ৪০ দিন শুটিং করেছি। এই সিনেমায় অভিনয় করার অভিজ্ঞতা অন্যরকম। সিনেমাটিতে নিজের অভিনয় দক্ষতা দেখানোর সুযোগ পেয়েছি। বাকিটা দর্শকরা দেখে বলতে পারবেন।

সম্প্রতি বিনোদনভিত্তিক প্লাটফর্ম হইচইয়ের ওয়েব সিরিজ ‘কাইজার’-এ রসু চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন নাফিস। এর আগে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত গোলাম সোহরাব দোদুলের ওয়েব ফিল্ম কালো প্রজাপতিতে জন চরিত্রে অভিনয় করেছেন তিনি।

নাফিস আহমেদ সাহস২৪.কমকে বলেন, ছবিটির পরিচালক খিজির হায়াত মুক্তিযুদ্ধের বীরদের নিয়ে আগেও ছবি নির্মাণ করেছেন। স্বাধীনতা যুদ্ধের মহান সৈনিক বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘অস্তিত্বে আমার দেশ’ নির্মাণ করে সাড়া ফেলেন। ‘ওরা ৭ জন’ সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা নিজেই।

ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের প্রযোজনায় সিনেমাটির সংগীতের দায়িত্বে ছিলেন নাজমুল আবেদীন আবির। এতে গান গেয়েছে ব্যান্ড অসমাপ্ত। সিনেমাটোগ্রাফার ছিলেন মোহাম্মদ আরিফুজ্জামান।

সবার ভালোবাসায় এগিয়ে যেতে চান নাফিস আহমেদ। মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করে যেতে চান এটাই তাঁর জীবনের লক্ষ্য।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত