আমি মুক্তিযুদ্ধ দেখেনি, পদ্মা সেতুর উদ্বোধন দেখেছি: শাওন

প্রকাশ : ২৫ জুন ২০২২, ১৮:১৪

সাহস ডেস্ক

বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে শনিবার (২৫ জুন)। উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা। ছিলেন শোবিজ তারকারাও। সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। তিনি বলেছেন, ‘আমি মুক্তিযুদ্ধ দেখেনি, পদ্মা সেতুর উদ্বোধন দেখেছি।’

এই অভিনেত্রী বলেন, ‘আমাদের প্রজন্ম যারা আমরা পদ্মাসেতুর উদ্বোধনী দেখছি, সরাসরি বা টেলিভিশনে কিংবা বিশ্বের যেকোনো স্থান থেকে এটা একটা অসাধারণ অনুভূতি।’ শাওন আরও বলেন, ‘জাতিগতভাবে আমরা যে হার না মানা জাতি, আমরা যে আমাদের অধিকার আদায় করতে পারি, কেউ চাইলেই যে আমাদের অধিকার খর্ব করতে পারে না- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত চেষ্টায় আমরা সেটা আরও একবার প্রমাণ করতে পারলাম। এটা অসাধারণ একটা মুহূর্ত আমাদের সবার জন্য।’

শাওন ছাড়াও পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে শোবিজ জগৎ থেকে আরও উপস্থিত আছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ, ফেরদৌস আহমেদ, চিত্রনায়িকা নিপুণ আক্তার, শমী কায়সার, আফসানা মিমি, জায়েদ খান, গীতিকার কবিল বকুলসহ অনেকে।

প্রসঙ্গত, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শনিবার দুপুরে মুন্সীগঞ্জের মাওয়া ও মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে আওয়ামী লীগ এক জনসভা আয়োজিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় যোগ দিয়ে ভাষণ দেন। এদিন ভোর থেকেই জড়ো হচ্ছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ।

সাহস২৪.কম/এআর/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত