‘পদ্মা সেতু’ নিয়ে নকশীকাঁথা

প্রকাশ : ২৪ জুন ২০২২, ১৪:৪১

সাহস ডেস্ক

স্বপ্ন ও গৌরবের পদ্মা সেতু। রাত পোহালেই উদ্বোধন হতে যাচ্ছে দুইপাড়ের মানুষের যোগাযোগের এই সম্ভাবনার দাঁড়। উচ্ছ্বসিত মানুষের আবেগ ও ভালোবাসায় পদ্মার বুকে নির্মিত মহা সেতুটি ঘিরে চলছে নানান আয়োজন। তৈরি করা হচ্ছে নতুন গান, টিভিসি, বিজ্ঞাপনসহ আরও নানান কিছু। সে ধারাবাহিকতায় ব্যান্ড নকশীকাঁথা’ও এবার এই সেতুকে নিয়ে গান করেছে। গত ২৩ জুন তাদের ফেসবুক পেজে গানটির ভিডিও উন্মুক্ত করেছে। এ গানের কথা ও সুর করেছেন ব্যান্ডের গায়ক সাজেদ ফাতেমী। সংগীতায়োজনে ব্যান্ডের অন্যতম সদস্য রোমেল হাসান।

গানটি নিয়ে নকশীকাঁথা বলছে, পদ্মা সেতু জননেত্রী শেখ হাসিনা তথা দেশের এক অনন্য অর্জন। দেশের ইতিহাসে নতুন এ মাইলফলকের সাক্ষী হতে চেয়েছে নকশীকাঁথা। তাই পদ্মা সেতু নিয়ে তৈরি করেছে বিশেষ গান। আরও জানায়, জনতার চাওয়ার প্রতিফলন আছে এই গানে। সম্ভাবনার কথা আছে। জননেত্রীকে নিয়ে পরিমিত প্রস্তুতিও আছে। সবার এ গানটি ভালো লাগবে- আশাবাদি তারা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আবু কালাম সিদ্দিককে গানটি তৈরিতে পৃষ্ঠপোষকতার জন্য ধন্যবাদ জানিয়েছে এই ব্যান্ড।

সাহস২৪.কম/এসটি/এআর/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত