কাজে ফেরার অপেক্ষায় ঐশী

প্রকাশ | ১৪ জুন ২০২২, ১৭:২৮

অনলাইন ডেস্ক

চিত্রনায়িকা হিসেবেই বেশি পরিচিত জান্নাতুল ফেরদৌস ঐশী। যদিও সুন্দরী প্রতিযোগিতা দিয়ে প্রথম মিডিয়ায় আসেন তিনি। এরই মধ্যে তার অভিনীত ‘মিশন এক্সট্রিম’ ও ‘রাত জাগা ফুল’ নামে দুটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমা দুটিতেই ঐশীর অভিনয় প্রশংসিত হয়েছে। ঐশীর আরও দুটি নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এগুলো হলো ‘নূর’ ও ‘আদম’। চলতি বছরেরই সুবিধাজনক সময়ে সিনেমা দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এ প্রসঙ্গে ঐশী বলেন, আমি এখনো অভিনয়ে নবীন। প্রতিনিয়তই শিখছি। আমার অভিনীত প্রথম দুটি সিনেমা কাছাকাছি সময়ে মুক্তি পেয়েছে। দর্শকের কাছ থেকেও এগুলোর জন্য দারুণ সাড়া পেয়েছি। যার কারণে অভিনয়ে আমার আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে। আশা করছি মুক্তি প্রতিক্ষীত সিনেমা দুটিও দর্শকের ভালো লাগবে। এদিকে গেল ঈদের পর থেকে এখনো শুটিং ক্যামেরার সামনে দাঁড়াননি তিনি। এ সময়ে পড়ালেখার দিকে বেশি সময় ব্যয় করছেন তিনি। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে অধ্যায়ন করছেন এই নবীন চিত্রনায়িকা।

সাহস২৪.কম/টিএ/এসটি/এসকে.