x

এইমাত্র

  •  বিদ্যুৎ সাশ্রয়ে সারাদেশে আলোকসজ্জা বন্ধ
  •  দলীয় প্রধানের পদ ছাড়লেন বরিস জনসন, ছাড়বেন প্রধানমন্ত্রিত্বও

বটতলার নতুন নাটক ‘রাইজ অ্যান্ড শাইন’

প্রকাশ : ২৫ মে ২০২২, ১৬:০৪

সাহস ডেস্ক

মঞ্চ নাটকের স্বনামধন্য দল বটতলা আবার মঞ্চে আনছে নতুন নাটক ‘রাইজ অ্যান্ড শাইন’। ইতালীয় নাট্যকার যুগল দারিও ফো এবং ফ্র্যাঙ্কা রামের লেখা নাটকটি ইংরেজি থেকে রূপান্তর করেছেন অধ্যাপক আবদুস সেলিম এবং নির্দেশনা দিয়েছেন ম. সাঈদ।

নাটকটি তৈরি হয়েছে জীবনযুদ্ধ আর সংসারের খাঁচায় আটক এক নারীর গল্প নিয়ে। এতে অভিনয় করেছেন- কাজী রোকসানা রুমা, তৌফিক হাসান ভুইয়া, হাফিজা আক্তার ঝুমা, শাহনেওয়াজ ইফতি।

রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে ১ জুন এর উদ্বোধনী প্রদর্শনী হতে যাচ্ছে। চলবে ৪ জুন পর্যন্ত। এই নাটক গার্মেন্টস শ্রমিকরা বিনামূল্যে দেখতে পাবেন যে কোনো দিন। তবে তাদের অফিসিয়াল আইডি কার্ড দেখাতে হবে।

সাহস২৪.কম/টিএ/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত