বাপ্পী লাহিড়ীর মৃত্যুতে শেখ হাসিনার শোক

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৩

অনলাইন ডেস্ক

কিংবদন্তি কণ্ঠশিল্পী ও সুরকার বাপ্পী লাহিড়ী মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

১৯৭৩ সালে 'নানহা শিকারি' চলচ্চিত্রের মাধ্যমে এই সঙ্গীত কিংবদন্তি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন। ৮০ এবং ৯০ এর দশকে হিন্দি চলচ্চিত্রে ডিস্কো সঙ্গীতকে জনপ্রিয় করে তুলেছিলেন।

বলিউড ছাড়াও তিনি অংসখ্য বাংলা চলচ্চিত্রে গান গেয়েছেন ও সুর করেছেন। তার বিখ্যাত বাংলা চলচ্চিত্রগুলো হলো- 'অমর সঙ্গী', 'আশা ও ভালোবাশা', 'অমর প্রেম', 'রক্তে লেখা', 'প্রিয়া' ইত্যাদি।

১৯৫২ সালের ২৭ নভেম্বর জন্ম নেওয়া বাপ্পী লাহিড়ী ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।