আদালতে জেমস

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:১২ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৮

অনলাইন ডেস্ক

বাংলালিংক কোম্পানীর বিরুদ্ধে গান কপিরাইটের অভিযোগ তুললেন নগর বাউল জেমস। অভিযোগের প্রেক্ষিতে আজ তিনি আদালত মুখি হয়েছিলেন মামলা করতে। তবে মামলা না করেই ফিরে যান। রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে যান জেমস।

এসময় বিচারক কে এম ইমরুল কায়েশ তাকে গুলশান থানায় মামলা করা পরামর্শ দেন এবং থানায় মামলা গ্রহণ না করলে পরবর্তীতে আদালতে মামলা করতে বলেন। দুপুর ১টায় আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন জেমস।

এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তাপস কুমার পাল বলেন, জেমস আদালতে বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করতে আসেন। বিচারক গুলশান থানায় গিয়ে মামলা দায়েরের পরামর্শ দেন। এছাড়া থানায় যদি মামলা না নেয় তাহলে আদালতে এসে মামলার আবেদন করতে বলেন।

নগর বাউল জেমসের আইনজীবী তাপস কুমার বলেন, বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করতে আসেন জেমস। আদালতের পরামর্শে তিনি মামলা না করে ফিরে যান।

সাহস২৪.কম/জেএস/এসকে.