এবার ইন্দোনেশিয়ায় 'কাসিদা অব ঢাকা'

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৩

সাহস ডেস্ক

অনার্য মুর্শিদ পরিচালিত প্রামাণ্য চলচ্চিত্র 'কাসিদা অব ঢাকা' প্রদর্শিত হবে ইন্দোনেশিয়ায়। ঢাকার লোকজ সংগীতের উপর ট্রিলজির প্রথম চলচ্চিত্র এটি।

আগামী শনিবার (১৮ সেপ্টেম্বর) চলচ্চিত্রটি ইন্দোনেশিয়ার বাহারি ফিল্ম ফেস্টভ্যালে প্রদর্শিত হবে। ২০ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটি গত বছর ইউটিউবসহ বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেয়া হয়।

জয়ন্ত চট্টোপাধ্যায়ের বর্ণনায় 'কাসিদা অব ঢাকা'র চিত্রগ্রাহক রাসেল আবেদীন তাজ। 'বাংলাঢোল'র প্রযেজনায় চলচ্চিত্রটির সম্পাদনা করেছেন অনয় সোহাগ।

পরিচালক অনার্য মুর্শিদ বলেন, এটি ঢাকার লোকজ সংগীতের উপর ট্রিলজির প্রথম চলচ্চিত্র। ট্রিলজির বাকি চলচ্চিত্রগুলোর গবেষণার কাজ প্রায় শেষ। প্রযোজনা প্রতিষ্ঠান পেলে কাজ শুরু করবো। বর্তমানে বিটিএস গার্ল নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন বলে জানিয়েছেন তিনি। 

গত বছর চলচ্চিত্রটি দিল্লির ইন্দুসভ্যালি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা প্রামাণ্য চলচ্চিত্রের পুরস্কার পায়। ইতোপূর্বে চলচ্চিত্রটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন উৎসবে অংশ নেয়।

সাহস২৪.কম/জেএস/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত