x

এইমাত্র

  •  পাঁচজন বিশিষ্ট নারীকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২২ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  •  ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে মন্দিরে পদদলিত হয়ে ৩ জন নিহত হয়েছেন
  •  জ্বালানি তেল ডিজেল, পেট্রল ও অকটেনের মূল্যবৃদ্ধির প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
  •  তাইওয়ানের পাশে সামরিক মহড়া অব্যাহত রাখবে চীন
  •  কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে পূর্বনির্ধারিত ১০ আগস্টের বৈঠক স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

গানের পর এবার নাচ!

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১১:৫০

সাহস ডেস্ক

'মানিকে মাগে হিঠে' গেয়ে আট কোটি শ্রোতার মনজয় করেছেন শ্রীলংকার পপ কুইন ইয়োহানি ডিলোকা ডি সিলভা।  গড়েছেন এক নতুন ইতিহাস। গানের পর এবার নাচের মাধ্যমে নজর কাড়লেন তিনি। শ্রীলংকার জনপ্রিয় নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার রঙ্গি ফার্নান্ডোর সঙ্গে কোলাব করেছেন তিনি। একাধিক ডান্স ফর্মকে মিশিয়ে ভাইরাল গানটিকে অনন্য কায়দায় উপস্থাপন করেছেন তিনি। 

দুই মিনিট ৩৪ সেকেন্ডের ওই ভিডিওতে গানটির পরতে পরতে লুকিয়ে থাকা অনুভূতি ফুটিয়ে তুলেছেন তিনি। গানের দ্বিতীয় মিনিটে ইয়োহানির এন্ট্রি। মাত্র ৩৪ সেকেন্ডেই তুফান তুলেছেন তিনি। তার গানের গ্রুভ ছিল তার শার্প মুভমেন্টেও। ওই ডান্স কোলাবরেশন ভিডিওটি ইতিমধ্যেই পাঁচ লাখ ৫০ হাজার ৫৫১ জন স্ট্রিম করে ফেলেছেন। ঝড় উঠেছে কমেন্ট সেকশনে।

বিশ্বের নানা প্রান্ত থেকে নেটিজেনরা ভিডিওটির প্রশংসা করতে শুরু করেছেন। এক নেটিজেন লিখেছেন, ‘ফ্যান্টাস্টিক, মাচ লাভ’। আরেকজন লেখেন, ‘সারা দুনিয়া আপনার জন্য পাগল। সত্যিই নিজের গুনে মুগ্ধ করছেন জগৎকে। আপনার অনেক উচ্চতা ছোঁয়া বাকি। অল দ্য বেস্ট’! 

সাহস২৬.কম/জিজি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত