আমার রক্ত লাল, আমি বাম দল ছাড়ব না: শ্রীলেখা

প্রকাশ : ০৩ মে ২০২১, ১৮:৫৯

সাহস ডেস্ক

পশ্চিমবঙ্গের নির্বাচনে এবার সফলতার কোনো অংশই ছুঁতে পারেনি বাম দল। তৃণমূল-বিপেজির মাঝে যেন পাত্তাই পেলনা একসময় দাপিয়ে বেড়ানো বামেরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এর এই জয়ে আনন্দে পশ্চিমবঙ্গের কিছু জায়গায় করোনাবিধি না মেনেই বিজয় মিছিল করেছে তৃণমূলের নেতা-কর্মীরা।

সেই বিজয় মিছিলকারীদের জন্য এবার বাম সমর্থক ও অভিনেত্রী শ্রীলেখা মিত্র নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, "সবার স্বাস্থ্যসাথী কার্ড আছে তো? বিজয় মিছিলে সবুজ আবির নিয়ে খেলার পরে দরকার পড়বে।"

তৃণমূলকে করোনা নিয়ে সতর্ক করে শ্রীলেখা যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তাদের লাল সেচ্ছাসেবকদের সাথে নির্দ্ধিধায় যোগাযোগের পরামর্শ দেন।

ভোটের মাঠে একদম হারিয়ে গেছে লাল দল। তবে মানুষের মাঝে তাদের পাওয়া যাবে বলে জানিয়েছেন শ্রীলেখা। তিনি বলেন, "আমার রক্ত লাল। আমি তাতে গর্বিত। দল হারলেও, আমি বাম দল ছাড়ব না। অন্যদের মতো আমি অন্তত পাল্টিবাজ নই।"

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত