মারা গেছেন কণ্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা ইন্দ্রমোহন রাজবংশী

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২১, ১৩:২৯

সাহস ডেস্ক

করোনায় আক্রান্ত হয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী ইন্দ্রমোহন রাজবংশী মারা গেছেন। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন গণসংগীতশিল্পী ফকির আলমগীর।

বুধবার (৭ এপ্রিল) সকাল ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

গণসংগীতশিল্পী ফকির আলমগীর বলেন, ইন্দ্রমোহন রাজবংশী বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের উদ্বোধনী আসরের রিহার্সালের সময় মাথা ঘুরে পড়ে যায়। সেই থেকেই তিনি অসুস্থ। আজ আমাদের ছেড়ে চলে গেলেন। তাকে হারানোর ক্ষতি পূরণ হবে না।

ইন্দ্রমোহন রাজবংশী ২০১৮ সালে সংগীত বিভাগে একুশে পদক লাভ করেন। তিনি মূলত ছিলেন লোকগানের শিল্পী। সরকারি সংগীত কলেজে তিনি লোকসংগীত বিভাগের প্রধান হিসেব দীর্ঘদিন কাজ করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত