করোনা বাঁচতে দিলো না হলিউডের কালজয়ী অভিনেতাকে

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২০, ১৭:২২

সাহস ডেস্ক

প্রাণঘাতী করোনাভাইরাস বিধ্বস্ত করে দিয়েছে যুক্তরাষ্ট্রকে। কোভিড-১৯-এ রোজ প্রাণ যাচ্ছে অসংখ্য মানুষ। একদিনে রেকর্ড দুই হাজার মানুষও প্রাণ হারিয়ে এই ভাইরাসটিতে। এবার প্রাণ হারালেন দেশটির জনপ্রিয় অভিনেতা এলেন গারফিল্ড। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

হলিউড অভিনেতার সহশিল্পী রোসে ব্লাকেলি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্লাকেলি ফেসবুকে লিখেছেন- ‘তার আত্মার শান্তি কামনা করছি। তিনি অসাধারণ একজন অভিনেতা ছিলেন। কিন্তু করোনাভাইরাসের কাছে হেরে যেতে হলো তাকে।’

১৯৬৮ সালে ফিচার ফিল্ম ‘অরগে গার্লস’-এর মধ্য দিয়ে হলিউডে পা রাখেন গারফিল্ড। এরপর তাকে দেখা গেছে ‘নাসভিলে’ এবং ‘দ্য স্ট্যান্ট ম্যান’-এর মতো জনপ্রিয় ছবিতে।

অভিনয় শুরুর আগে বক্সিং করতেন গারফিল্ড। পাশাপাশি একজন স্পোর্টস রিপোর্টারও ছিলেন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৯২২ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত দেশটিতে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৮১৭ জনের। এর মধ্যে শুধু নিউইয়র্কেই মারা গেছে ৫ হাজার ৪৮৯ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত