অস্কারে মনোনয়ন পেলেন যারা

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২০, ১৩:৪৬

সাহস ডেস্ক

চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯২তম আসরের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস চলতি বছরের (২০২০) অস্কারের জন্য মনোনয়ন পাওয়া সিনেমা ও ব্যক্তির নাম প্রকাশ করেছে।

এদিকে দেখা যাচ্ছে বছরের সবচেয়ে আলোচিত সিনেমা 'জোকার' ১১টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে।

এক ঝলকে দেখে নিন এবারের অস্কারের তালিকা-

সেরা ছবি:
ফর্ড ভি ফেরারি, দ্য আইরিশম্যান, জোজো ব়্যাবিট, জোকার, লিটিল ওমেন, ম্যারেজ স্টোরি, ১৯১৭, ওয়ান্স আপঅন এ টাইম ইন হলিউড, প্যারাসাইট

সেরা পরিচালক:
মার্টিন স্কোরসেসে (দ্য আইরিশম্যান), টোড ফিলিপস (জোকার), স্যাম মেন্ডিস (১৯১৭), কুয়েন্টিন ট্যারান্টিনো (ওয়ান্স আপঅন এ টাইম.. ইন হলিউড), বং জুন হো (প্যারাসাইট)

সেরা অভিনেত্রী:
সিন্থিয়া এরিভো(হ্যারিয়েট), স্কারলেট জোহানসন (ম্যারেজ স্টোরি), সোইর্স রোনান (লিটল উইমেন), শার্লিজ থেরন (বোম্বশেল), রেনে জেলওয়েগার( জুডি)

সেরা অভিনেতা:
অ্যান্টোনিও ব্যান্ডেরাস (পেইন অ্যান্ড গ্লোরি), লিওনার্দো ডি ক্যাপ্রিও( ওয়ান্স আপঅন এ টাইম ইন হলিউড), অ্যাডাম ড্রাইভার (ম্যারেজ স্টোরি), জোয়াকিম ফিনিক্স (জোকার), জোনাথান প্রাইস (দ্য টু পোপস)

সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র:
কোরপাস ক্রিস্টি, হানিল্যান্ড, পেইন অ্যান্ড গ্লোরি, প্যারাসাইট, লা মিজারেবলস

সেরা অ্যানিমেশন ছবি:
হাউ টু ট্রেন ইওর ড্রাগন- দ্য হিডেন ওয়ার্ল্ড, আই লোস্ট মাই বডি, কালাস, মিসিং লিঙ্ক, টয় স্টোরি ৪৷

সেরা ফিল্ম এডিটিং: প্যারাসাইট, ফোর্ড ভার্সেস ফেরারি, জোজো র‍্যাবিট, দ্য আইরিশম্যান ও জোকার।

এবারও সঞ্চালক ছাড়াই অনুষ্ঠিত হতে চলেছে ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান বা অস্কার। অস্কার সম্প্রচারিত হয় এবিসিতে, যার সঙ্গে দীর্ঘ–মেয়াদি চুক্তি রয়েছে অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের (এএনপিএএস)। 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত