ঢাকায় আসছে ‘জোকার’

প্রকাশ : ০২ অক্টোবর ২০১৯, ১৫:০৮

সাহস ডেস্ক

সাড়ে পাঁচ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ডিসি ফিল্মসের ‘জোকার’ ছবিটি আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ৪ অক্টোবর। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাচ্ছে ছবিটি।

গোথাম শহরের এক ব্যর্থ কমেডিয়ানকে নিয়ে এই ছবির গল্প। শিল্পীর সম্মানের বদলে অবহেলা-অশ্রদ্ধায় ঠকতে ঠকতে একসময় উন্মাদ হয়ে যায় সে। একপর্যায়ে নিজেই হয়ে পড়ে নৃশংস অপরাধী।

‘ব্যাটম্যান’র সেই কুখ্যাত খলনায়ক জোকারের ব্যক্তিগত কাহিনি নিয়ে নির্মিত সিনেমা ‘জোকার’। নামচরিত্রের অভিনেতা জোয়াকুইন ফিনিক্স হলেন ডিসি কমিকস সিরিজের সবচেয়ে ভয়ংকর সুপার ভিলেন চরিত্রের রূপদানকারী।

টড ফিলিপস্ পরিচালিত ‘জোকার’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন এই অভিনেতা। ‘জোকার’ ডিসি কমিকস ইউনিভার্সের অংশ হলেও এতে ব্যাটম্যান বা অন্য কোনও সুপারহিরোকে যুক্ত করা হয়নি। গল্প আবর্তিত হয়েছে শুধু জোকারকে কেন্দ্র করে।

এদিকে একাধিক সমালোচক ইতোমধ্যে ছবিটির ইতিবাচক রিভিউ দিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত